মূল পাতা আন্তর্জাতিক ভারতে উচ্চবর্ণের এক নারীর হাতে অপমানিত হয়ে দলিত কিশোরের আত্মহত্যা
শেখ আশরাফুল ইসলাম 01 October, 2025 09:54 AM
হিমাচল প্রদেশের শিমলা জেলার রোহরু এলাকায় ১২ বছর বয়সী এক দলিত কিশোর আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে ছেলেটি অভিযোগ করেছে, পাশের বাড়ির এক উচ্চবর্ণের নারী তাকে গোয়ালঘরে আটকে রেখে অপমান করেছিলেন।
ঘটনার সূত্রপাত হয় যখন দলিত ছেলেটি ওই মহিলার বাড়ির ভেতরে ঢোকে। এরপর নারী দাবি করেন, সেই ছেলেটি বাড়িতে ঢোকার কারণে তার বাড়ি অপবিত্র হয়েছে। তারপর তাকে গোয়ালঘরে আটকে রেখে অপমান করেন। পরে ছেলেটি কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসে এবং বিষ খেয়ে ফেলে। দ্রুত তাকে শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পরদিন তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মুসলিম মিররে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
রোহরুর ডিএসপি প্রণব চৌহান জানান, এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তবে তদন্ত শুরু হয়েছে।
মৃত কিশোরের চাচা সুরেশ বান্তা জানান, বিষ খাওয়ার পর ছেলেটি তার মাকে সব কথা বলেছিল।
তিনি আরও বলেন, “ছেলেটি ভীষণ মানসিক চাপে ছিল। ওই নারী তাকে বলেছিল, তার বাড়ি শুদ্ধ করতে হলে ছেলেটির বাবা-মাকে একটি ছাগল দিতে হবে। এই সময়টাতে ছেলেটিকে গোয়ালঘরে আটকে রাখা হয়েছিল।”
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দলিত সংগঠন। তারা একে “চরম দুঃখজনক” ঘটনা বলেও উল্লেখ করেছে।
সিপিএমের রাজ্য সম্পাদক সঞ্জয় চৌহান বলেছেন, “একজন ১২ বছরের বাচ্চা শুধু জাতিগত বৈষম্যের কারণে প্রাণ দিল—এটা লজ্জাজনক। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে এমন ঘটনা আর না ঘটে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, উচ্চবর্ণের ঘরে কুকুর-বিড়ালের মতো প্রাণী ঢুকলেও সমস্যা হয় না, কিন্তু কোনো দলিত ঢুকলেই বাড়ি “অপবিত্র” হয়ে যায়; এমন চিন্তাধারা ভয়াবহ এবং এর কারণেই দলিতদের ওপর হামলা বাড়ছে।
সূত্র : মুসলিম মিরর